0
নতুন সংযোগে প্রথম রিচার্জেই উপভোগ করুন আকর্ষণীয় অফার
প্রযোজ্য গ্রাহকগণ: ৪ ডিসেম্বর রাত ১১:৫৯-এর পর চালু হওয়া গ্রামীণফোন-এর সকল নতুন প্রিপেইড (নিশ্চিন্ত), ডিজুস, একতা ১, ৩ এবং বিএস ১, ৩, ৪ (সফল), বন্ধু, জিপিপিপি এবং ভিপি সংযোগ।
নতুন সংযোগ মূল্য হবে ২০০ টাকা।

সিম অ্যাক্টিভেশনেই বোনাস:

(৪ ডিসেম্বর রাত ১১:৫৯-এর পর নতুন সিম অ্যাক্টিভ করলে ৫ টাকা, ৫০টি জিপি-জিপি SMS এবং ৫০MB ইন্টারনেট ডাটা ফ্রি উপভোগ করতে পারবেন)
  • ৪ ডিসেম্বর রাত ১১:৫৯-এর পর গ্রামীণফোন-এর নতুন সিমে গ্রাহকগণ ৫ টাকা, ৫০টি জিপি-জিপি SMS, ৫০MB ইন্টারনেট ডাটা ফ্রি উপভোগ করতে পারবেন
  • প্রিলোডেড টাকা মোবাইল ব্যবহারের যেকোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে
  • ৫০MB ফ্রি ইন্টারনেট ডাটা এবং ৫০টি জিপি-জিপি SMS-এর মেয়াদ ৩০ দিন (বোনাস বিতরনের দিন সহ)
  • সিম অ্যাক্টিভেশনের ৭২ ঘণ্টার মধ্যে ফ্রি ইন্টারনেট এবং SMS বিতরণ করা হবে
  • ডাটা প্যাকের মেয়াদ ৩০ দিন, মেয়াদ শেষ হবার পর গ্রাহক যদি নতুন কোনো ইন্টারনেট প্যাক অ্যাক্টিভ না করেন তবে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে
  • প্রিলোডেড টক টাইম চেক করতে ডায়াল *566# এবং SMS চেক করতে ডায়াল *566*2#
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *567#
  • মেয়াদ থাকা অবস্থায় নির্দিষ্ট ভলিউম শেষ হবার পর অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে টাকা ০.০১/10KB হারে চার্জ প্রযোজ্য হবে
  • মেয়াদ শেষ হবার পর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবে
  • ইন্টারনেট অফার বন্ধ করতে STOP লিখে 5000 নম্বরে পাঠাতে হবে (ফ্রি)

প্রথম রিচার্জে লোয়ার ট্যারিফ

(প্রথম রিচার্জে ঠিক ৩৪ টাকা অথবা ৫৪ টাকা রিচার্জ করলে লোয়ার ট্যারিফ পাবেন)
  • শুধুমাত্র নতুন গ্রাহকগণ (৪ ডিসেম্বর রাত ১১:৫৯-এর পর অ্যাক্টিভ) প্রথম রিচার্জে লোয়ার ট্যারিফ উপভোগ করতে পারেবন
  • প্রথম রিচার্জে শুধুমাত্র ৩৪ এবং ৫৪ টাকা রিচার্জেই স্পেশাল কল রেট প্রযোজ্য। প্রথম বার ৩৪ টাকা রিচার্জ করলে গ্রাহকগণ ০.৫ পয়সা/সেকেন্ড কল রেটে গ্রামীণফোন নম্বরে এবং ১ পয়সা/সেকেন্ড কল রেটে যেকোনো লোকাল নম্বরে ২৪ ঘণ্টা ৩০ দিন কথা বলতে পারবেন
  • প্রথম রিচার্জে ৫৪ টাকা রিচার্জ করলে গ্রাহকগণ ০.৫ পয়সা/সেকেন্ড কল রেটে গ্রামীণফোন নম্বরে এবং ১ পয়সা/সেকেন্ড কল রেটে যেকোনো লোকাল নম্বরে ২৪ ঘণ্টা ৬০ দিন কথা বলতে পারবেন
  • অফারটি শুধুমাত্র প্রথম রিচার্জেই প্রযোজ্য
  • প্রথম রিচার্জ ট্যারিফ শুধু একবার প্রযোজ্য, পরবর্তী সময়ে যেকোনো রিচার্জে (৩৪ এবং ৫৪ টাকা সহ) এই অফারটি আর পাওয়া যাবে না
  • যারা অফারটি একবার উপভোগ করেছেন তাদের জন্য অফার চলাকালীন উল্লিখিত রিচার্জ পয়েন্ট প্রযোজ্য হবে না
  • অফার চলাকালীন গ্রামীণফোন-এর অবশিষ্ট গ্রাহকগণের জন্য ১৬ টাকা, ৩৪ টাকা এবং ৫৪ টাকা রিচার্জ পয়েন্ট বন্ধ থাকবে
  • স্পেশাল ট্যারিফ শেষ হবার পর গ্রাহকগণ মেইন প্যাকেজ কল রেট উপভোগ করবেন
  • সেই সাথে ২৯ টাকা রিচার্জে নতুন সিম ব্যবহারকারীগণ ০.৫ পয়সা/সেকেন্ড কল রেটে গ্রামীণফোন নম্বরে এবং ১ পয়সা/সেকেন্ড কল রেটে যেকোনো লোকাল নম্বরে ২৪ ঘণ্টা ৩০ দিন কথা বলতে পারবেন। ২৯ টাকা রিচার্জের মেয়াদ বৃদ্ধি করা যাবে
  • স্পেশাল ট্যারিফ এবং লোয়ার ট্যারিফ (ডিজুস থেকে ডিজুস লোয়ার ট্যারিফ, FnF, সুপার FnF, ২৯ টাকা বা ৩৯ টাকা অথবা ৭৯ টাকা রিচার্জে ১পয়সা/সেকেন্ড, ৬৬ পয়সা, ৭ পয়সা লোয়ার ট্যারিফ এবং মাইজোন লোয়ার ট্যারিফ) প্রযোজ্য হবে না
  • অফার উপভোগ করার সময় ব্যবহারকারীগণ স্যাচেট অফার, মিনি বান্ডল বা যেকোনো বান্ডল মিনিট (যদি প্রযোজ্য হয়) উপভোগ করতে পারবেন
  • বোনাস অ্যামাউন্ট, বোনাস মিনিট অথবা ইমার্জেন্সি ব্যালেন্সে লোয়ার ট্যারিফ প্রযোজ্য হবে না
  • এই অফারটি উপভোগ করলে গ্রাহকের জন্য অন্য অফার প্রযোজ্য হবে না

100MB প্যাকে ১০০% বোনাস এবং অন্য অফারের বিস্তারিত:

(ইন্টারনেট প্যাকে ১০০% বোনাস উপভোগের সাথে অন্যান্য আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন)
  • 100MB ইন্টারনেট প্যাকে ১০০% বোনাস (অফার চলাকালীন)
  • অফারটি অ্যাক্টিভ করতে গ্রাহককে 100MB লিখে 5000 নম্বরে পাঠাতে হবে
  • প্যাকেজ মূল্য ৪৫ টাকা (৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য)
  • গ্রাহক ৭২ ঘণ্টার মধ্যে বোনাস ইন্টারনেট পাবেন
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *567#
  • প্যাকেজটির মেয়াদ ৩০ দিন
  • নতুন গ্রাহকগণ ঠিক ২৯ টাকা রিচার্জে ১ মাস ওয়েলকাম টিউন + ১টি টিউন (জিপি টিউন) উপভোগ করতে পারবেন। সংযোগ চালুর ৭২ ঘণ্টার মধ্যে সার্ভিসটি অ্যাক্টিভ হবে
  • ওয়েলকাম টিউনের মেয়াদ শেষ হবার পর গ্রাহক সার্ভিসটি কনফার্মেশনের মাধ্যমে রিনিউ করতে পারবেন, ওয়েলকাম টিউনের নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে (মাসিক ৩০ টাকা/ পাক্ষিক ১৫ টাকা/ সাপ্তাহিক ৭.৫ টাকা/ দৈনিক ১ টাকা)
  • ওয়েলকাম টিউন ডিঅ্যাক্টিভ করতে STOP লিখে 4000 নম্বরে পাঠাতে হবে
  • ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
  • বিস্তারিত জানতে ভিজিট: www.grameenphone.com

Post a Comment

 
Top