0
বর্তমানে সকল সিমেই কিছু না কিছু অফার আছেই। আজ আমি আপনাদের সামনে সকল সিমের ইন্টারনেট অফার এবং এর সাথে আরও অনেক কিছু ফ্রি পাওয়া যাবে।তবে আমার সবচাইতে ভালো লাগে গ্রামীনের 9 টাকায় 1জিবি ফেসবুক এবং 1জিবি অন্যান্য সাইট দেখার জন্য। আপনিও পেতে পারেন এই কাঙ্খিত অফার। তাহলে আর দেরী কেন আপনি চেক করুন *500*91# তবে অবশ্যই আপনার ফোনে টাকা থাকতে হবে। মেয়াদ কিন্তু 28দিন। অফার বন্ধ না হওয়া পর্যন্ত পাওয়া যাবে। যত খুশি ততবার। এছাড়া আরও কিছু সিমের অফার নিন্মে আলোচনা করা হলো………..

জিপি বন্ধ সিমে মাত্র ৩৫ টাকা+ভ্যাট দিয়ে পাবেন ২ জিবি ইন্টারনেট।

আপনি এই ২ জিবি ইন্টারনেট যেকোন সাইটে ইউস করতে পারবেন। শর্তসমূহ:
১)আপনার সিমটি অবশ্যই ৯০ দিনের বন্ধ হতে।
২) আপনার সিমটি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে টাইপ করুন MAY>SPACE>MOBILE NO এবং পাঠিয়ে দিন 9999 নম্বরে।
৩)এখন আপনাকে জিপি ৭৫ এম্বি প্যাক কিনতে হবে। যার মুল্য ৩৫ টাকা + ভ্যাট। এর জন্য 75MB লিখে 5000 নাম্বার এ পাঠিয়ে দিন। সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ৭৫ এম্বি। কিন্তু… ২ জিবির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ৭২ ঘন্টা। ৭২ ঘন্টার মধ্যেই আপনি পেয়ে যাবেন বাকি ২জিবি।
৪) ২ জিবি ইন্টারনেট দিনরাত ২৪ ঘন্টা ইউস করা যাবে।
৫) ২ জিবি ইন্টারনেটের মেয়াদ ৩০ দিন।
বিঃদ্রঃ যারা এর আগের অফার ৯ টাকায় ১ জিবি নিয়েছেন তারাও এ অফারটির আওতাভুক্ত।তবে অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনি অফারটির আওতাভুক্ত কিনা।
sim_cards-cropped

 জিপি দিচ্ছে ৫ এমবি ডাটা মাত্র ১ টাকায়

  • ডাটাঃ ৫ এমবি।
  • ধরণঃ থ্রিজি।
  • মেয়াদঃ ক্রয়ের দিনসহ ৩ দিন।
  • মূল্যঃভ্যাটসহ ১.১৮ টাকা।
  • নিতে চাইলেঃ *৫০০*৭৯# তে ডায়াল করুন।
  • ব্যালেন্স চেক করতেঃ *৫৬৬*১০# এ ডায়াল করুন।
  • বিঃদ্রঃ অটো রিনিউয়াল প্রযোজ্য।

 বাংলালিংক :

বাংলালিংক তার সকল গ্রাহককে দিচ্ছে ২ জিবি ডাটা একদম ফ্রি।এজন্য গ্রাহককে v25 লিখে ৪৩২১ নম্বরে পাঠাতে হবে। পরবর্তি ৯৬ ঘন্টার ভিতরে ৩০ দিনের মেয়াদসহ ২ জিবি ডাটা পাওয়া যাবে। এর ব্যালান্স চেক করতে *১২৪*৫# ডায়াল করতে হবে।
বিঃদ্রঃ অটো রিনিউয়াল প্রযোজ্য।
এয়ারটেলের বন্ধ সিমে ১৯ টাকা রিচার্জ করে চালু করলেই পাচ্ছেন ফ্রি ৩ জিবি ইন্টারনেট,ফ্রি টুইটার-উইকিপিডিয়া ও স্পেশাল কলরেট

  • আপনি বন্ধ সিমের আওতায় আছেন কিনা জানতে *২২২*২# ডায়াল করুন।
  • বন্ধ সিমের আওতায় থাকলে ১৯ টাকা রিচার্জ করুন।এতে আপনি ১ মাসের জন্য স্পেশাল কলরেট পেয়ে যাবেন।
  • স্পেশাল কলরেটের আওতায় যেকোন এয়ারটেলে আধা পয়সা/সেকেন্ড এবং অন্য নম্বরে ১ পয়সা/সেকেন্ড রেটে কথা বলা যাবে।
  • ফ্রি ৩ জিবি ইন্টারনেট ৩ মাস ধরে প্রতি মাসে ১ জিবি করে পাওয়া যাবে।প্রথম মাসের ইন্টারনেট আপনি ১৯ টাকা রিচার্জের সাথে সাথে পেয়ে যাবেন।তবে দ্বিতীয় ও তৃতীয় মাসের ডাটা পেতে অবশ্যই প্রতিমাসে ৩০ টাকার বেশী কথা বলতে হবে।
  • ফ্রি ইন্টারনেট ২৪ ঘন্টাই চালানো যাবে।আর ফ্রি টুইটার ও উইকিপিডিয়া চলবে টানা তিন মাস।
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে *২২২*২# ডায়াল করুন।
আরো জানতে ফ্রি ডায়াল করুন ১২১২ তে। বিঃদ্রঃ অটো রিনিউয়াল প্রযোজ্য।
টেলিটক নিয়ে এসেছে দুটি দারুণ রিচার্জ অফার।এর আওতায় ২২ অথবা ৩৮ টাকা রিচার্জ করলেই পাবেন ফ্রি ইন্টারনেট ও স্পেশাল কলরেট
২২টাকা রিচার্জে পাবেনঃ
  • ২২ এমবি ফ্রি ইন্টারনেট।
  • টেলিটক নম্বরে ৩০ পয়সা/মিনিট কলরেট।
  • অন্য নম্বরে ৬০ পয়সা/মিনিট কলরেট
  • ফ্রি ইন্টারনেটের মেয়াদ ১ দিন ও কলরেটের মেয়াদ ১০ দিন।

৩৮ টাকা রিচার্জে পাবেনঃ

  • ৩৮ এমবি ফ্রি ইন্টারনেট।
  • টেলিটক নম্বরে ৩০ পয়সা/মিনিট কলরেট।
  • অন্য নম্বরে ৬০ পয়সা/মিনিট কলরেট
  • ফ্রি ইন্টারনেটের মেয়াদ ১ দিন ও কলরেটের মেয়াদ ১৫ দিন।
ইন্টারনেট ব্যালান্স চেক করতে *১৫২# ডায়াল করুন।
বিঃদ্রঃ অটো রিনিউয়াল প্রযোজ্য।

রবি দিচ্ছে পুরো ২০০ মেগাবাইট ইন্টারনেট মাত্র ১ টাকায়

  • প্রযোজ্যঃযে সকল রবি গ্রাহকরা ১০ জুলাই,২০১৫ এর পূর্বে ৬০ দিনে ১ টাকার কম ইন্টারনেট ব্যবহার করেছেন তারা এই অফারটি পাবেন।একইসাথে যারা রবি বন্ধ সিমের অফার নিয়েছেন তারাও এটি পাবেন।
  • ডাটাঃ২০০ মেগাবাইট।যার ১০০ এমবি দিয়ে যেকোনো ব্রাউজারে ব্রাউজ করা যাবে এবং বাকী ১০০ এমবি কেবল অপেরা মিনি দিয়ে ব্যবহার করা যাবে।এই ডাটা ২৪ ঘন্টাই ব্যবহার করা যাবে।
  • মেয়াদঃ১ দিন।
  • মূল্যঃভ্যাটসহ ১.১৮ টাকা।
  • নিতে চাইলেঃ *৮৪৪৪*৯০# এ ডায়াল করুন।
  • ব্যালেন্স দেখতেঃ*৮৪৪৪*৮৮# এ ডায়াল করুন।

Post a Comment

 
Top