0

এবার গ্রামীণফোন ইউজারদের জন্য Shohoz.com নিয়ে এলো মাথা নষ্ট অফার-২। ডিসেম্বরের ২৭ থেকে ৯ই জানুয়ারী Shohoz.com থেকে বাস টিকেটে গ্রামীণফোন গ্রাহকরা পাচ্ছেন পুরো ৩০০ টাকা ডিসকাউন্ট। অগ্রিম টিকেট কিনে ঘুরে সুন বাংলাদেশের যে কোনো প্রান্তে। **অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য। বিস্তারিত জানতে visit: www.shohoz.com/grameenphone

বিস্তারিত

  • অফারটি শুধুমাত্র গ্রামীণফোন-এর গ্রাহকগণের জন্য প্রযোজ্য
  • এই সীমিত অফারে সর্বমোট ৫০০০ টিকেট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে। অফারটি ২৭ ডিসেম্বর ২০১৫ থেকে ৯ জানুয়ারি ২০১৬ পর্যন্ত চলবে
  • গ্রাহকগণ কো-ব্র্যান্ডেড ওয়েব পোর্টাল www.shohoz.com/grameenphone থেকে বাস টিকেট ক্রয় করতে পারবেন। তাছাড়া 16374 ডায়াল করে Shohoz.com কল সেন্টারের মাধ্যমে বা গ্রামীণফোন-এর নম্বর থেকে সহজ পার্টনারের মাধ্যমে টিকেট ক্রয় করলে প্রতি সিটে ৩০০ টাকা ডিসকাউন্ট পাবেন। গ্রামীণফোন-এর যে নম্বরের মাধ্যমে ট্রানজাকশন সম্পন্ন হয়েছে সেই নম্বরে SMS-এর মাধ্যমে ডিসকাউন্ট কোড পাঠিয়ে দেয়া হবে
  • অফার চলাকালীন একটি গ্রামীণফোন নম্বর দিয়ে প্রথম ট্রানজাকশনেই ডিসকাউন্ট প্রযোজ্য হবে। একটি নম্বর দিয়ে শুধুমাত্র একবার অফারটি নেয়া যাবে
  • একটি নম্বর ব্যবহার করে ডিসকাউন্ট মূল্যে সর্বোচ্চ ২টি সিটের টিকেট ক্রয় করা যাবে
  • এই অফারের মাধ্যমে ক্রয় করা টিকেট নন-রিফান্ডেবল এবং নন-চেঞ্জেবল (যাত্রার সময় পরিবর্তন করা যাবে না)
  • বাসের কর্মী বা হরতালের কারণে যদি ভ্রমণ বাতিল হয় তবে সহজ এর কনভেনিয়েন্স ফি সহ টিকেটের মূল্য ফেরত দেয়া হয়ে (ডিসকাউন্ট বাদে)। তাছাড়া ব্যবহারকারী যদি টিকেট বাতিল করেন তখন সহজ এর কনভেনিয়েন্স ফি, পেমেন্ট গেটওয়ে ফি, ব্যাংক চার্জ, মোবাইল পেমেন্ট গেটওয়ের জন্য প্রসেসিং ফি, ক্যাশ অন ডেলিভারি ফি নন-রিফান্ডেবল হবে
  • Shohoz.com-এর চলমান অন্য অফারের সাথে এই অফার একত্রিত/মার্জ করা যাবে না
  • এই ডিসকাউন্ট অফারটি কিছু বাস অপারেটরের ক্ষেত্রে তাদের নিয়মের জন্য প্রযোজ্য নাও হতে পারে
  • অফারটি বাসের সিট প্রাপ্যতা/ নির্দিষ্ট বাস অপারেটরের উপর নির্ভর করবে
  • গ্রামীণফোন এবং Shohoz.com যেকোনো সময় এই অফারের শর্তাবলি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে
  • উল্লিখিত শর্তাবলির সাথে Shohoz.com-এর টিকেট সংক্রান্ত নিয়মিত শর্তাবলি প্রযোজ্য
  • বিস্তারিত জানতে ভিজিট: www.shohoz.com/grameenphone অথবা কল করুন shohoz.com-এর হটলাইন 16374-এ

ডিসকাউন্ট গ্রহণ করার পদ্ধতি:

  • ভিজিট: www.shohoz.com/grameenphone অথবা কল করুন 16374 নম্বরে
  • আপনার ভ্রমণের দিন, যাত্রার স্থান এবং গন্তব্যের স্থান নির্বাচন করুন
  • আপনার পছন্দের সময় অনুযায়ী বাস এবং সিট নির্বাচন করুন
  • গ্রামীণফোন নম্বর এবং ই-মেইল সহ যাত্রীর প্রয়োজনীয় তথ্য পূরণ করুন
  • SMS-এর মাধ্যমে ডিসকাউন্ট কুপন কোড পাবেন www.shohoz.com/grameenphone-এর মাধ্যমে | টিকেট ক্রয় করার সময় টাকা পরিশোধ করার আগে ডিসকাউন্ট পেতে কুপন কোড দিন
  • বাসের টিকেট ক্রয় করতে বা কোনো প্রশ্ন থাকলে কল করুন 16374 নম্বরে

Post a Comment

 
Top